প্রোগ্রামঃ মাস্টার্স (২ বছর) এবং পিএইচডি (৩ বছর)।
যে সকল সুবিধা পাওয়া যাবে-
১. সম্পূর্ণ বিনাবেতনে পড়াশুনা করার সুযোগ।
২. আবাসন সুবিধা প্রদান।
৩. বৃত্তির সময়কালের জন্য জীবনযাত্রার খরচ প্রদান করা হবে।
আবেদন করবার যোগ্যতাসমূহ-
১. মাস্টার্স প্রোগ্রামে আবেদন করার জন্য স্নাতকের সিজিপিএ অন্তত ৩.৫ এবং পিএইচডি প্রোগ্রামে আবেদন করার জন্য ব্যাচেলর ও মাস্টার্স এ অন্তত ৩.৫ সিজিপিএ থাকতে হবে।
২. ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে IELTS একাডেমিক ওভারঅল ব্যান্ডস্কোর ৬ থাকতে হবে।
৩. আপনি যে প্রোগ্রামে আবেদন করবেন, সেই প্রোগ্রামের দেয়া প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে হবে।
আবেদন করতে যা যা প্রয়োজন হবে-
১. আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি।
২. আবেদনকারীর সিভি।
৩. একাডেমিক পেপারস।
৪. রেফারেন্স লেটার দুইটি।
৫. স্টেটমেন্ট অব পারপাস (SOP)/ Motivation লেটার।
৬. রিসার্চ প্রপোজাল (পিএইচডি)।
৭. IELTS সনদ।
৮. ইউনিভার্সিটি আবেদন ফি (অফেরতযোগ্য)।
৯. অন্যান্য পেপারস (যদি থাকে)।
এপ্লিকেশন ডেডলাইনঃ ২৮ ফেব্রুয়ারী, ২০২৫।
সেশনঃ সেপ্টেম্বর, ২০২৫।
ওয়েবসাইট লিঙ্কঃ https://ait.ac.th/fin…/royal-thai-government-scholarships/